Friday, December 19

প্রসঙ্গ খুতবায় দোয়া ও পিতৃপরিচয়


মুফতি হিফজুর রহমান প্রধান মুফতি, জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর, ঢাকা প্রশ্ন : আমাদের মসজিদের খতিব জুমার দ্বিতীয় খুতবায় বিভিন্ন দেশের নাম উল্লেখ করে দোয়া করে থাকেন। এভাবে দোয়া করা ইসলামের দৃষ্টিতে কেমন? মোহাম্মদ আবু সালেহ, টাঙ্গাইল। জবাব : জুমার নামাজের দ্বিতীয় খুতবায় বিভিন্ন দেশের নাম উল্লেখ করে মুসলমানদের জন্য দোয়া করা জায়েজ আছে। এতে কোনো সমস্যা নেই। (ফাতাওয়া শামি : ৩/২৪)। প্রশ্ন : আমার এক বন্ধুর মা তার জন্মের দুই বছর পর তালাকপ্রাপ্ত হন। তারপর সন্তানসহ মা পিত্রালয়ে চলে আসেন। পরবর্তী সময়ে মায়ের অন্যত্র বিয়ে হলে তাকে তার মামারাই লালন-পালন করেন। এখন সে বড় হয়েছে। বিশেষ প্রয়োজনে সে এখন তার পিতৃপরিচয়ের স্থানে তার মায়ের দ্বিতীয় স্বামীর সম্মতিতে তার নাম ব্যবহার করতে চায়। এমনটা করা তার জন্য বৈধ হবে কিনা জানিয়ে বাধিত করবেন। উল্লেখ্য, তার মায়ের দ্বিতীয় স্বামী মুক্তিযোদ্ধা। মোহাম্মদ শাহিন মিয়া, নারায়ণগঞ্জ। জবাব : পবিত্র কোরআনে কারিমে মানুষকে তার পিতার পরিচয়ে সম্বোধন করতে বলা হয়েছে বিধায় আপনার বন্ধুর জন্য তার জন্মদাতা পিতা ব্যতীত অন্য কারও নাম পিতৃপরিচয়ের স্থানে ব্যবহার করা বৈধ হবে না। (সূরা আহজাব : ৫; হক্কানিয়া : ৪/৫৭২)। গ্রন্থনা : আমিন ইকবাল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়