Monday, November 17

সংবাদিকদের মিথ্যা বলায় প্রধানমন্ত্রী আরও ক্ষুব্ধ


ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তার রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচটি ইমামের প্রতি তীব্র বিরক্তি প্রকাশ করেছেন। তিনি মন্ত্রিসভার মিটিংয়ে বলেছেন, সঠিক তথ্য না জেনেই এইচটি ইমাম সাহেব সাংবাদিকদের ব্রিফ করেছেন। সোমবার এক সংবাদ সম্মেলন আয়োজন করে এইচটি ইমাম বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমি বিশ্বাস করতে পারছি না যে তার মত একজন দক্ষ লোক সাংবাদিকদের সামনে কিভাবে এসব কথা বললেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক অনুষ্ঠানে এইচটি ইমামের দেওয়া বক্তব্য সম্পর্কে মন্ত্রিসভার মিটিংয়ে মন্ত্রিসভার কয়েকজন সদস্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় প্রধানমন্ত্রী এইটটি ইমামের বক্তব্যের প্রতি তীব্র বিরক্তি প্রকাশ করেন। উল্লেখ্য, এইচটি ইমাম তার বক্তব্যে ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্য করে বলেছিলেন, বিসিএসে তোমরা শুধু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হও, ভাইভাতে আমরা দেখব। তিনি আরও বলেছিলেন, গত ৫ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ তাদের দলের সদস্যদের কাছ থেকে সুবিধা পেয়েছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়