Monday, November 17

নিউজিল্যান্ড উপকূলে শক্তিশালী ভূমিকম্প


আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ: নিউজিল্যান্ড উপকূলে সোমবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৭। তবে এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় ১০টা ৩৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নিউজিল্যান্ডের পূর্বাঞ্চলীয় নর্থ আইল্যান্ড নগরী গিসবোর্ন থেকে প্রায় ২শ’ কিলোমিটার দূরে সমুদ্রতলদেশের ৩৫ কিলোমিটার গভীরে। নিউজিল্যান্ডের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, ‘নিউজিল্যান্ডের জন্য হুমকি হতে পারে এতে তেমন সুনামির কোন সম্ভাবনা নেই।’ নিউজিল্যান্ডের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জিওনেট জানায়, এতে নর্থ আইল্যান্ডের নিচু ও সাউথ আইল্যান্ডের উচু এলাকা অনেক জোরে কেঁপে ওঠে। সংস্থার এক মুখপাত্র জানান, সমুদ্র উপকূলের অনেক দূরে এবং সমুদ্র তলদেশের অনেক গভীরে আঘাত হানায় এতে ক্ষয়ক্ষতির তেমন কোন সম্ভাবনা নেই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়