Thursday, November 6

নতুন করে ২ হাজার কি.মি. নৌ-পথ খনন করা হয়েছে


নারায়ণগঞ্জ : নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্তমান সরকারের সময়ে নতুন করে ২ হাজার কিলোমিটার নৌ-পথ খনন করা হয়েছে। দেশের ৫৩টি নদীর নৌ-পথ খনন করার জন্য ২০০৯ সালে ১১হাজার ৪শ ৭০ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আনন্দ শিপইয়ার্ডে নির্মিত নৌ-বাহিনীর জ্বালানি তেলবাহি ট্যাংঙ্কার হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নৌ পরিবহন মন্ত্রী বলেন, ঢাকার চার পাশের নদীগুলোর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ২১ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, জামায়াত নেতা কামারুজ্জামানের রায় জেল কোড ও আইন মেনেই কার্যকর করা হবে। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন, আনন্দ শীপইয়ার্ডে এন্ড স্লিপওয়েজ লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহেল বারী, ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী, কমোডর এম মুসাসহ বাংলাদেশ নৌ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা । টেন্ডারে প্রতিযোগিতা করে নৌ বাহিনীর জন্য অয়েল ট্যাঙ্কার নির্মানের কাজ পায় আনন্দ শিপইয়ার্ড । ৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৮০ মিটার আয়তনের এই অয়েল ট্যাঙ্কার দিয়ে দুটি যুদ্ধ জাহাজে তেল ভরা যাবে। এ জাহাজের ঘন্টায় গতিবেগ ২৪ দশমিক ৫ কিলোমিটার । প্রসঙ্গত, বাংলাদেশে জাহাজ রপ্তানি শিল্পে প্রথম কোম্পানী আনন্দ শিপইয়ার্ড। গত ত্রিশ বছরে এ শিপইয়ার্ড ছোট বড় ৩১৫টি জাহাজ নির্মাণ করেছে। ২০০৮ সালে প্রথম ডেনমার্কে জাহাজ রপ্তানী করে আনন্দ শিপইয়ার্ড । প্রথম তিন বছরে এ শিপইর্য়াড জার্মানি, ডেনমার্ক, মোজাম্বিক, মালদ্বীপসহ বিশ্বের ১৩ দেশে জাহাজ রপ্তানি করছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়