Thursday, November 6

কক্সবাজারে ১৫ জলদস্যু আটক


কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের নাজিরারটেকস্থ বঙ্গোপসাগরের মোহনা থেকে আহত অবস্থায় আট জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড এর সদস্যরা। এ সময় আহতদের তথ্য মতে আটক করা হয়েছে ১৫ জলদস্যুকে। একই সঙ্গে একটি ট্রলার জব্দ করা হয়। বৃহস্পতিবার বিকেল ৫টায় এ অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ড জানিয়েছে, সাগরে একটি ট্রলারে জলদস্যুতার খবর পেয়ে কোস্ট গার্ড সদস্যরা বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সমুদ্র তীরবর্তী বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। পরবর্তীতে ৫টার দিকে শহরের নাজিরারটেক পয়েন্ট থেকে আট মাঝিমাল্লাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং ১৫ জন জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় জলদস্যুদের ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়েছে। আহতরা সবাই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে আটক ১৫ জন জলদস্যুকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়