Friday, November 21

সাগরিকায় শিশির ভয়


ঢাকা: চট্টগ্রামে আজ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে বাংলাদেশ শিবির থেকে যেন একটা চাপাসুর ভেসে আসছে, ‘ও আকাশ শিশিরকে আগলে রাখ..।’ বন্দরনগরীর সাগরিকা স্টেডিয়ামের পাশেই অবস্থিত বঙ্গোপসাগর। গোধূলি পেরিয়ে সন্ধ্যা আসলেই এখানে রাজত্ব বসাবে শিশিরের দল। এরা আবার স্পিন সহ্য করতে পারে না। অন্যদিকে স্পিন শিশির দেখলেই উধাও হয়ে যেতে শুরু করে। বাংলাদেশের ভয়টা এখানেই-স্পিন যে তাদের বড় ভরসা। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দিবা-রাতের ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। শিশিরের কারণে দুই দলের চিন্তায়ই ঘুরে ফিরে আসছে টস প্রসঙ্গ-কারা আগে ব্যাট করবে? এ চিন্তা বাদ দিলে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী জিম্বাবুয়েকে নিয়ে খুব বেশি চিন্তিত নয় স্বাগতিকরা। শিশির ভেজা মাঠে টসেই অনেক কিছু ঘটতে পারে। আর তাই মাশরাফি শিশিরের চিন্তায় বুঁদ হয়ে আছেন, ‘জিম্বাবুয়েকে নিয়ে খুব বেশি চিন্তা করছি না। শিশির ভেজা মাঠে টস নিয়েই বেশি চিন্তা করছি। সত্যি বলতে, টসই আমাকে ভাবিয়ে তুলছে।’ গতকাল সংবাদ সম্মেলন শেষে মাঠে প্রবেশ করতে করতে মাশরাফি মজা করে বলেন, ‘ আমি ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে টানা দুই ম্যাচে টস হেরেছি। কি করবো বুঝতে পারছি না।’ সন্ধ্যার আগে থেকেই শিশিরে ভরে উঠতে পারে ঘাস। এ নিয়ে মাশরাফি বলেন, ‘সন্ধ্যা হলেই খুব বেশি শিশির পড়ে। আমরা ব্যাটিং নিয়ে বেশি চিন্তা করছি না। বোলিং নিয়েই চিন্তা করছি। আমাদের স্পিনারদের জন্য শিশির বেশ সমস্যার কারণ হতে পারে। বোলাররা বল গ্রিপ করতে পারবে না। তবে সমস্যা যেমন আমাদের হবে, তেমনি ওদেরও হতে পারে।’ তাই যেন হয়! কী বলেন?

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়