Friday, November 21

বিড়ালের প্রদর্শনী


নানা রঙের ছোট-বড় বিড়ালেরই প্রদর্শনী হয় ১৪ নভেম্বর। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ প্রদর্শনী। ক্যাট কনসার্ন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ প্রদর্শনীর আয়োজন করে। বিড়ালের এ জাতীয় প্রদর্শনী দেশে এটাই প্রথম।প্রদর্শনীতে প্রায় ২০০ প্রজাতির বিদেশি বিড়াল উপস্থিত ছিল। এসব বিড়াল শুধুই প্রদর্শনীর জন্য, বেচাকেচার জন্য নয়। এছাড়া কিছু দেশীয় বিড়ালও ছিল। যারা বিড়াল পুষতে চান, তাদের এসব বিড়াল দত্তক দেয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। চারটি পার্শিয়া বিড়াল নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছেন মালিবাগের বুশরা। তিনি বলেন, বিড়াল পুষতে ভালো লাগে। ওকে নিয়ে ভালো অবসর সময় কাটে। এছাড়া এটা আয়ের মাধ্যমও হতে পারে। প্রদর্শনীতে অংশ নেয়া তিনটি বিড়ালের মালিক ফারজানা জানালেন বিড়াল পোষা তার শখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়