Monday, November 17

প্রধানমন্ত্রী নিজের বিপদ ডেকে আনছেন : ফখরুল


ঢাকা: গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক কথা বলে নিজের ও দলের বিপদ টেনে না আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজের ও দলের কথা চিন্তা করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। গত ৫ জানুয়ারি নিয়ে যারা কথা বলে তারা অর্বাচীন, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলে সারা বিশ্ব দাবি করেছে। তাহলে কি শেখ হাসিনা সারা বিশ্বের মানুষকে অর্বাচীন বলতে চান। আর বাংলাদেশের ৯৫ শতাংশ জনগণ এই নির্বাচনকে অগ্রহণযোগ্য বলে দাবি করেছেন। তাহলে কি তারাও অর্বাচীন। সোমবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ওই আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা চোরাবালির উপর দাঁড়িয়ে আছেন, তার পায়ের নিচে মাটি নেই। তিনি বর্তমানে ভয়ঙ্কর রাজনৈতিক জায়গায় দাঁড়িয়ে আছেন। আর এর পরিণতি শেখ হাসিনার জন্য ভালো হবে না। ৭ নভেম্বর আওয়ামী লীগের মরণ ঘন্টা মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সৈনিক ও জনগণের ঐক্যকে পছন্দ করে না। তাই তারা ৭ নভেম্বর বিএনপির সকল কর্মসূচিতে বাধা দিয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের সংবাদ সম্মেলনের বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে সবকিছু ফাঁস হয়ে গেছে। থলের বিড়াল বের হয়েছে। তাই মানুষকে আর বোকা বানানো যাবে না। তিনি বলেন, যারা শহীদ জিয়াউর রহমানকে অস্বীকার করবেন তারা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে অস্বীকার করেন। আয়োজক সংগঠনের সভাপতি নূর আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়