Monday, November 17

বাংলাদেশের জেলে বন্দী ৫৪৯ বিদেশি


ঢাকা: বাংলাদেশের জেলাখানাগুলোতে মোট ৫৪৯ জন (১-১১-২০১৪ তারিখের তথ্যমতে) বিদেশি নাগরিক বন্দী রয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কুঁড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান। স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, “আটককৃতদের মধ্যে ভারত, মায়ানমার, পাকিস্তান, নেপাল, পেরু, আলজেরিয়া, ক্যামেরুন, নাইজেরিয়া, তাইওয়ান, তানজানিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। এদের মধ্যে বিচারাধীন কয়েদি রয়েছে ৩৯৩ জন। দণ্ডপ্রাপ্ত কয়েদি ৭৬ জন এবং মুক্তিপ্রাপ্তের সংখ্যা (প্রত্যাবাসনের অপেক্ষায়) ৮০ জন।” মোরশেদ আলমের এক প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খান বলেন, “প্রতিদিন গড়ে প্রায় ১৫ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রিন্ট করে সংশ্লিষ্ট অফিসগুলোর মাধ্যমে গ্রাহককে প্রদান করা হচ্ছে। এমআরপি চালুর পর ইতোমধ্যে প্রায় ৮৬ লাখ ৭৮ হাজার ৯৫৯ টি এমআরপি পাসপোর্ট ইস্যু করা হয়েছে।” মন্ত্রী জানান, মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি সম্পূর্ণরুপে প্রযুক্তি নির্ভর চলমান প্রক্রিয়া। পদ্ধতিগত কারণে অনেক সময় পাসপোর্ট প্রিন্ট হওয়ার জন্য নির্ধারিত সময়ের আগেই সংশ্লিষ্ট অফিস হতে চূড়ান্ত অনুমোদনের পর তথ্য প্রেরণ করা হয়। যার ফলে উক্ত আবেদনগুলো প্রিন্ট হওয়ার নির্ধারিত সময়ের আগ পর্যন্ত আটকে রয়েছে বলে মনে হতে পারে। প্রকৃতপক্ষে পাসপোর্ট প্রিন্টিংয়ের জন্য অপেক্ষমাণ থাকে। সংসদে জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রশ্ন করেন, “এটা সত্য কিনা, ইসলামিক স্টেটের (আইএস) হয়ে যুদ্ধ করতে উগ্রপন্থি অনেক বাংলাদেশি তরুণ বেনামে পাসপোর্ট তৈরির চেষ্টা চালাচ্ছে। এটা সত্য হলে প্রতিরোধে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে।” এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “মেশিন রিডেবল পাসপোর্টে একজন নাগরিকের বেনামে একাধিক পাসপোর্ট গ্রহণের কোনো সুযোগ নেই। পাসপোর্ট আবেদনকারী যাবতীয় তথ্যাদি বিশেষত জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদসহ অন্যান্য তথ্যাদি স্বয়ংক্রিয়ভাবে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করার পরেই কেবল এমআরপি প্রদান করা হয়। প্রযোজ্য ক্ষেত্রে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করে সঠিকতা যাচাইপূর্বক এমআরপি প্রদান করা হয়ে থাকে। তাছাড়া এমআরপি প্রক্রিয়ায় প্রত্যেক আবেদনকারীর হাতের আঙুলের ছাপ গ্রহণ করা হয়। যা অন্য কোনো ব্যক্তির সঙ্গে মিলে যাওয়ার সুযোগ নেই। ফলে এক ব্যক্তির একাধিক বা বেনামে পাসপোর্ট করা সম্ভব নয়।”

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়