Saturday, November 1

উপজেলাভিত্তিক 'ব্যাকবোন নেটওয়ার্ক' করছে সরকার


নতুন এক প্রকল্পের মাধ্যমে ৫৬টি মন্ত্রণালয়, ১১৪টি অধিদফতর, ৬৪টি জেলা ও প্রত্যেক জেলার একটি করে উপজেলাকে ব্যাকবোন নেটওয়ার্কের আওতায় আনছে সরকার। এতে দ্রুত ডাটা ট্রান্সফার, ভিডিও কনফারেন্সিং ও আইপি ফোন ব্যবহারের সুবিধাসহ ইনফ্রা নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি সাধিত হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বিসিসি অডিটোরিয়ামে 'অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব দ্য ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক অব বাংলাদেশ গভর্নমেন্ট' শীর্ষক এক সেমিনারে এসব তথ্য জানান উপস্থিত আলোচকরা। বিসিসির নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার। আলোচনা করেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাগভ ডটনেট প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এসকে সিঅ্যান্ডসি (কোং.) লিমিটেডের গ্লোবাল ম্যানেজার ব্রায়ান ব্রে। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়