Wednesday, November 19

দর্শক সারিতে খালেদা!


ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হয়েছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এ সময় তিনি মঞ্চে আসন গ্রহণ না করে দর্শকদের সারিতে বসে আলোচকদের বক্তব্য শোনেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে, আলোচনা সভায় তার বক্তব্যে রাখার সম্ভাবনা কম। বুধবার বিকাল ৪ টা ৪০ মিনিটে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তে বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হন বেগম খালেদা জিয়া। এ সময় তারেক রহমানের ওপর একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, এম কে আনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ, চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ, আ্যাড. আহমদ আযম খান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আন্তুর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত আছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়