Thursday, November 6

এ বছর সর্বোচ্চ উপার্জকারী কণ্ঠশিল্পী বিয়ন্সে


বিনোদন ডেস্ক : আমেরিকান পপ তারকা বিয়ন্সে গায়িকাদের মধ্যে ২০১৪ সালে সর্বাধিক অর্থ উপার্জন করেছেন। ফোর্বস ম্যাগাজিনের একটি জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। গত মঙ্গলবার ফোর্বস ম্যাগাজিরনে বলা হয়েছে, টেইলর সুইফট, পিঙ্ক, রিয়ান্না, কেটি পেরির মতো জনপ্রিয় পপ গায়িকাদের পিছনে ফেলে এ বছরের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছেন তিনি। জরিপে দেখা যায়, তালিকায় প্রথমস্থানে থাকা বিয়ন্সে এ বছর আয় করেছেন ১১৫ মিলিয়ন মার্কিন ডলার। এ শিল্পীর এ বছর আয়ের উৎস ছিল প্রধানত স্টেজ শো। পুল স্টার ট্রেড ম্যাগাজিনের তথ্যসূত্র থেকে ফোর্বস ম্যাগাজিনে বলা হয়েছে, ফোর্বসের জরিপকালীন বিয়ন্সে মোট ৯৫ টি স্টেজ পারফর্মেন্স করেছেন। এবং প্রতিটি শহর থেকে গড়ে ২.৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট। তিনি আয় করেছেন ৬৪ মিলিয়ন মার্কিন ডলার। সুইফটের ঠিক পরেই রয়েছেন পিঙ্ক। তার আয় ৫২ মিলিয়ন মার্কিন ডলার। তালিকায় চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন রিয়ান্না ও কেটি পেরি। এ দুই তারকার আয় যথাক্রমে ৪৮ এবং ৪০ মিলিয়ন মার্কিন ডলার। দেখুন : গত অক্টোবরে অনুষ্ঠিত বিয়ন্সের স্টেজ পারফর্মেন্স

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়