Thursday, November 6

৭৬ প্রেক্ষাগৃহে ‘অনেক সাধের ময়না’ (ভিডিও)


বিনোদন ডেস্ক : ঢাকাসহ দেশের মোট ৭৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বাপ্পি-মাহি-মিলন অভিনীত চলচ্চিত্র অনেক সাধের ময়না। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে তথ্যটি জানা গেছে। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী সিনেমা, পূর্ণিমা, মধুমতি, জোনাকি, গীত, এশিয়া, চিত্রামহল, সৈনিক ক্লাব, গাজীপুর টঙ্গির আনারকলি, মোহনা, ডেমরার রাণীমহল, নারায়ণগঞ্জের নিউ মেট্রো, মুক্তারপুরের পান্না, সিরাগঞ্জের চালনার সাগরিকা, মঠবাড়িয়ার আলিম, চট্টগ্রামের আলমাস, পিরোজপুরের আনামিকা, মিলনদহের অন্তরা, ফরিদপুরের বনলতা, কুষ্টিয়ার বনানী, নয়াপাড়ার বর্ণালী, শাহজাদপুরের বর্ণালী, কাঁচপুরের চাঁদ মহল, শেরপুরের চন্দ্রিমা, ময়মনসিংহের ছায়াবাণী, নাটোরের ছায়াবাণী, গোপালগঞ্জের চিত্রাবাণী, খুলনার চিত্রালী, ভোলার চিত্রামণি, পটিয়ার চান্দা, নাগরপুরের ফাল্গুনী, লক্ষীপুরের হ্যাপি, নেত্রোকোণার হীরামন, গোবিন্দগঞ্জের হীরক, সাগরদীর কানন, চাঁদপুরর মতলবের কাজলী, টাঙ্গাইলের কেয়া, টাঙ্গাইল মধুপুরের কল্লোল, কিশোরগঞ্জের মানষী, দিনাজপুরের মর্ডান, ভৈরবের মধুমতি, পাঁচদোনার ঝঙ্কার, কুমিল্লার মধুমতি, সিরাজগঞ্জের মমতাজ, যশোরের মনিহার, জামালপুরের মনোয়ার, হোমনার মুন, যশোরের ময়ূরী, কটিয়াদীর মুকুল, মানিকগেঞ্জের নবীন, বরিশালের অভিরুচী, কালিয়াকৈরের রাজ, পাতারহাটের রাজ লক্ষী, ভোলার রাজমণি, নয়াপাড়ার রিয়ামহল, মুক্তাগাছার রুমা, চালারচরের রুনা, ভোলার রূপসী, রাজবাড়ির সাধনা, চর ফ্যাশনের সাগরি, সাতক্ষীরার সঙ্গীতা, ভোলাবাজারের শাহীন, খুলনার শঙ্খ, রংপুরের শাপলা, পলাশবাড়ির সাথী, টেকেরহাটের সোনালী, বগুড়ার সোনিয়া, শেরপুরের সত্যবতী, পটুয়াখালির তিতাস, সান্তাহারের উপহার, রাজশাহীর উপহার এবং দিনাজপুরের ঊর্বশীতে শুক্রবার থেকে প্রদর্শিত হবে সিনেমাটি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়