Wednesday, November 5

রাইমা যখন যৌনকর্মী


কানিউজ ডেস্ক: টালিউডে শক্ত অবস্থান করে নিলেও বলিউডে এখনো মাটি খুঁজে পাননি বাঙালি অভিনেত্রী রাইমা সেন। তবে এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি জানিয়েছেন, তিনি আবারও হিন্দি ছবিতে কাজ করছেন। ‘বলিউড ডায়রিজ’ নামের এই ছবিতে রাইমাকে কলকাতার নিষিদ্ধপল্লী সোনাগাছির একজন পতিতা চরিত্রে দেখা যাবে। ছবির পুরো কাজও হবে কলকাতাতেই। এ প্রসঙ্গে রাইমা বলেন, আমার নতুন হিন্দি ছবি বলিউড ডায়রিজের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ছবিটির গল্প দারুণ। আমার অনেক ভাল লেগেছে। এখন সব কিছু ভালভাবে শেষ করতে পারলেই আমি খুশি। ছবিতে রাইমার বিপরীতে দেখা যাবে বোম্বে টকিজের অভিনেতা বিনীত কুমার সিংকে। এ ছবিতে তিনটি আলাদা গল্প দেখা যাবে। এর দ্বিতীয় গল্পের প্লট সোনাগাছির পল্লীকে ঘিরে। পল্লীর একজন যৌনকর্মী ইমলির চরিত্রে দেখা যাবে রাইমাকে, যে সব সময় বলিউডি অভিনেত্রীদের অনুকরণ করে। সব মিলিয়ে ‘বলিউড ডায়রিজ’ নিয়ে দারুণ আশাবাদী রাইমা বলেন, সত্যিই আমি ছবিটি নিয়ে খুব উত্তেজিত। কারণ এধরণের চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি। ‘বলিউড ডায়রিজ’ ছবিটির পরিচালনা করছেন কে ডি সত্যম। উল্লেখ্য রাইমার সর্বশেষ বলিউড ছবি ‘চিলড্রেন অব ওয়ার’ এবছরেই বাংলাদেশ ও ভারত দুই দেশেই মুক্তি পায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত এ ছবিটি আশানুরূপ সাফল্য পায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়