Thursday, November 6

পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদক : একাত্তরের যুদ্ধাপরাধ মামলার বিচার নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জন্য ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার আহমেদ হুসেইন জায়োকে ডেকে কঠোর প্রতিবাদ জানিয়েছে সরকার। বৃহস্পতিবার জায়োকে পররাষ্ট্রমন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। তাকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানের বক্তব্যের জন্য প্রতিবাদ জানানো হয়। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর এ নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বিরূপ মন্তব্য করেন, যা পাকিস্তান জামায়াতের ওয়েবসাইটে প্রকাশিত হয়। ওই প্রতিক্রিয়ায় চৌধুরী নিসার বলেন, বাংলাদেশে যা ঘটছে, তা দেশটির অভ্যন্তরীণ বিষয় হলেও পাকিস্তান ১৯৭১ সাল ও তার পরের ঘটনাপ্রবাহ নিয়ে নিশ্চুপ থাকতে পারে না। তিনি বলেন, ‘আমি এটা বুঝতে পারছি না, কেন বাংলাদেশ সরকার অতীতের কবর খুঁড়ে অশান্তি বাড়াচ্ছে এবং পুরোনো ক্ষতগুলো আবার খুঁচিয়ে আলগা করছে।’ চৌধুরী নিসারে ওই বক্তব্যের পর বাংলাদেশে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রতিবাদের ঝড় ওঠে এবং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসা গণজাগরণ মঞ্চ পাকিস্তানের রাষ্ট্রদূতসহ কূটনীতিকদের বহিষ্কারেরও দাবি জানায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়