Thursday, November 6

ফেসবুকের ১৭ ব্যবহারকারীর তথ্য চেয়েছে বাংলাদেশ


কানিউজ ডেস্ক : ফেসবুকের ১৭ ব্যবহারকারী সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার। এ বছর জানুয়ারি থেকে জুনের মধ্যে এ বিষয়ে সাতটি অনুরোধ পাঠানো হয়েছে। কিন্তু তার প্রেক্ষিতে ফেসবুক কোন সাড়া দেয় নি। ফেসবুক তাদের সর্বশেষ রিপোর্টে বলেছে, অপরাধ বিষয়ক মামলা বা ঘটনার সঙ্গে সম্পর্কিত বৈধ অনুরোধে আমরা সাড়া দিয়ে থাকি। আমাদের কাছে যেসব অনুরোধ পাঠানো হয় তার প্রতিটি কতটুকু আইনসিদ্ধ তা যাচাই করি আমরা। তবে যেসব অনুরোধ বৃহত্তরভাবে জানতে চাওয়া হয় অথবা অস্পষ্ট থাকে আমরা তা হয়তো প্রত্যাখ্যান করি না হয় সুনির্দিষ্টভাবে জানতে চেষ্টা করি কি জানতে চাওয়া হয়েছে। ফেসবুক ইনকরপোরেশন বলেছে, গত বছরের দ্বিতীয় অর্ধাংশে ফেসবুক ব্যবহারকারীদের সম্পর্কে যে পরিমাণ তথ্য চাওয়া হয়েছে, এ বছর প্রথমার্ধে সে সংখ্যা বৃদ্ধি পেয়েছে এক চতুর্থাংশ। এ বছরের প্রথম ৬ মাসে সারা বিশ্বের সরকারগুলো এমন তথ্য চেয়ে অনুরোধ পাঠিয়েছে ৩৪ হাজার ৯৪৬ টি। এ জন্য এক ব্লগ পোস্টে বলা হয়েছে, আমরা এসব অনুরোধ বাতিল করার জন্য উচ্চতর আদালতে আপিল করেছি। একই সঙ্গে সরকারগুলো যেসব তথ্য জব্দ করেছে সেগুলো ফেরত দেয়ার আবেদন করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়