কানাইঘাট নিউজ ডেস্ক:
তিন দশক আগের চেয়ে ইউরোপে পাখির সংখ্যা এখন অন্তত ৪২ কোটি কম। বর্তমান পরিবেশও অনেক পাখির জন্য অনুকূল নয়। গত সোমবার বিজ্ঞান সাময়িকী ইকোলজি লেটারস-এ প্রকাশিত এক গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে। খবর এএফপির।
গবেষণায় বলা হয়েছে, আধুনিক কৃষিব্যবস্থা এবং পাখির বসবাসের জায়গা কমে যাওয়াই তাদের সংখ্যা এভাবে কমে যাওয়ার কারণ। আর কমে যাওয়া পাখির মধ্যে ৯০ শতাংশই খুব পরিচিত। এর মধ্যে আছে গ্রে প্যাট্রিজ, স্কাইলার্ক, চড়ুই ও স্টার্লিং।স্কাইলার্ক
তবে সংরক্ষণ এবং আইনি কার্যক্রম জোরদার হওয়ার কারণে সাম্প্রতিক বছরগুলোতে কিছু বিরল প্রজাতির পাখির সংখ্যা বেড়েছে।
অন্যতম গবেষক রিচার্ড গ্রেগরি বলেন, ‘ইউরোপজুড়ে পাখির এই কমে যাওয়ার ঘটনা একটা বড় ধরনের সংকেত। এটা স্পষ্ট, যেভাবে আমরা আমাদের পরিবেশের ব্যবস্থাপনা করছি, তা ভঙ্গুর। পরিচিত অনেক পাখির জন্যই এই পরিবেশ সহায়ক নয়।’
ইউরোপের ৩৫টি দেশ থেকে সংগ্রহ করা ১৪৪ প্রজাতির পাখির তথ্য এ গবেষণায় ব্যবহৃত হয়। স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এই পাখির তথ্য সংগ্রহ করা হয়।গ্রে প্যাট্রিজ
ইউনিভার্সিটি অব এক্সিটারের গবেষক রিচার্ড ইংগার মনে করেন, চেনা পাখির সংখ্যা এভাবে কমে যাওয়াটা উদ্বেগজনক, কারণ মানুষ এসব পাখির কাছ থেকেই সবচেয়ে বেশি উপকার পায়।
পাখির সংখ্যা বাড়াতে সংরক্ষণব্যবস্থা আরও উন্নত করার পরামর্শ দেওয়া হয়েছে গবেষণায়। এতে বলা হয়েছে, শহরাঞ্চলে পাখির জন্য সবুজ আবাসভূমি তৈরি এবং প্রকৃতি-সহায়ক কৃষিব্যবস্থাও পাখির সংখ্যা বাড়াতে সহায়ক হতে পারে।
Monday, November 17
এ সম্পর্কিত আরও খবর
হারিয়ে যাচ্ছে ঐহিত্যবাহী নৌকা বাইচ তপন বসু, আগৈলঝাড়া (বরিশাল) : আবহমান গ্রাম বাঙলার অতি প্রাচীন কৃষ্টি, সংস্কৃতি, নিজস্বতা ও লা
ব্রেকফাস্টে পাউরুটি খাওয়া লাভ না ক্ষতি? যা বলছেন পুষ্টিবিদরা বহু বছর ধরে পাউরুটি বাংলাদেশের একটি অতি পরিচিত খাবার। ধনী-গরিব সবাই এই খাবারটি ব্যাপক পরিমাণে
বর্ষার সকালে গরম গরম স্কিলেট, মিষ্টি আলু আর ডিমে জমুক নাস্তা বাইরে টিপটিপ বৃষ্টি, চারপাশে স্যাঁতসেঁতে আবহ-এমন সকালে বিছানা ছেড়ে উঠতেই মন চায় না! কিন্তু পে
ঝটপট বানিয়ে নিন প্রাণ জুড়ানো পাকা আমের লাচ্ছি চলছে পাকা আমের মৌসুম। সুমিষ্ট ও রসালো আম খেয়ে প্রাণ জুড়াচ্ছেন সবাই। পাকা আম দিয়ে তৈরি করা যায়
মুখে দুর্গন্ধ থেকে ঠোঁটফাটা: অবহেলা নয়, কোনো রোগের লক্ষণ কিনা জানুন মুখের স্বাস্থ্যের সাহায্যে পুরো শরীরের স্বাস্থ্য অনুমান করা যায়। ব্রাশ করার পরও অনেকের মুখে
২৬ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা আজ শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ● ১০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ ● ২২ রবিউস সানি ১৪৪৬। আজকের দিনটি সময়ের
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়