Monday, November 17

পিঠের ব্যাগে বাইক নিয়ে ঘুরুন


তথ্য প্রযুক্তি ডেস্ক: বর্তমান সময়ে সবার হাতে হাতে ফোন চলে আসায় পৃথিবী যে মানুষের হাতের মুঠোয় চলে এসেছে সেটি বললে মিথ্যা হবে না। শুধু ফোন নয় এখন ল্যাপটপও মানুষের হাতের মুঠোয়। তবে ফোন, ল্যাপটপ যদি হয় তাহলে হাতের মুঠোয় বাইক কেন নয়। সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি বাইক আবিষ্কার করেছেন যেটি পিঠের ব্যাগের মধ্যে রাখা যাবে। এই গাড়ির নাম রাখা হয়েছে ‘ইম্পসিবল’। এতে চড়ে আপনি ঘণ্টায় ২০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন। বিজ্ঞানীদের দাবি, এটিই বিশ্বের ক্ষুদ্রতম বাইক। বাইকটির উচ্চতা ১৭ সেন্টিমিটার। এটি ওজনে একেবারে হালকা। এটি একটি ইলেক্ট্রিক বাইক। গত তিন বছর ধরে গবেষণা করার পর এমন একটি বাইক তৈরি করা সম্ভব হয়েছে। এটি ৮৫ কিলোগ্রাম পর্যন্ত ওজন বহন করতে পারবে। বাইকটি আপনার ব্যাগে ল্যাপটপ বা বইয়ের সঙ্গেই ধরে যাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়