Sunday, November 16

আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার


ঢাকা: আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের একটি সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সিরাজগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে আ.লীগের মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা এমপি। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা থানার একাংশ) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ২০ নভেম্বর, বাছাই ২২ নভেম্বর, আপিল করা যাবে ২৩-২৫ নভেম্বর, প্রার্থী তালিকা প্রকাশ ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ৩০ নভেম্বর ও প্রতীক বরাদ্দ হবে ১ ডিসেম্বর। উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদার গত ৬ অক্টোবর মৃত্যুবরণ করেন। এরপর সংসদ সচিবালয় আসনটি শুন্য ঘোষণা করে গত ২৮ অক্টোবর ইসি সচিবালয়ে একটি গেজেট পাঠায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়