মৌলভীবাজার: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘গত আট মাসে দেশে ১৬৫ জন নিহত হয়েছে। তিনশ’র বেশি মানুষ গুম হয়েছে। দেশে এখন প্রতিহিংসার রাজনীতি চলছে। আর এই প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিল বিএনপি।’
রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ দাবি করে বলেন- ‘৮৬ সালের পর হরতাল, জ্বালাও-পোড়াও শুরু হলে গণতন্ত্রের স্বার্থে আমি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু গণতন্ত্র আর ফিরে আসেনি। আমি ক্ষমতা ছাড়ার পর দেশে অনেক হরতাল হয়েছে, মানুষ মরেছে কিন্তু গণতন্ত্র আর ফিরে আসেনি। কাজেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় পার্টির বিকল্প নেই।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন- ‘বর্তমানে তরুণরা ইয়াবা-ফেন্সিডিলের দিকে ঝুঁকে পড়েছে। দিন দিন তারা নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশার জগত থেকে তাদের ফেরাতে হবে। সেজন্য আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রয়োজন ১৫১টি আসন।’
মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ শাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমএ হান্নান এমপি, তাজ রহমান, জিয়াউল হক মৃধা এমপি, হবিগঞ্জের ইয়াহিয়া চৌধুরী এমপি, আব্দুল মুনিম চৌধুরী এমপি, সুনামগঞ্জের পীর ফজলুর রহমান মিছবাহ এমপি ও যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নূরু প্রমুখ।
Sunday, November 16
এ সম্পর্কিত আরও খবর
আজ সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্প
৭ মার্চের মহিমাকে কোনো অজুহাতে খর্ব করা যাবে না: রবকানাইঘাট নিউজ ডেস্ক: ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য ও মহিমাকে কোনো অজুহাতে খর্ব না করার আহ্বান জান
চুলায় পুড়ে শিশুর মৃত্যু যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোলে চুলায় পুড়ে আবু বক্কর (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্প
আ.লীগ যা করেছে বিএনপি তা করবে না: মোনায়েম মুন্না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার গত ১৬ বছর দেশে যা করেছে, বিএনপি আগামীতে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্
মোদিতে অনুপ্রাণিত আরিফ কানিউজ ডেস্ক: ভারতকে পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে গত ২ অক্টোবর ঝাড়ু হাতে ন
মৃত্যুবার্ষিকীতে মাওলানা ভাসানীকে নিয়ে তারেক রহমানের পোস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মাওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়