Wednesday, November 5

ক্যালিফোর্নিয়ায় মসজিদে হামলা


ক্যালিফোর্নিয়া, ৫ নভেম্বর- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি মসজিদ ইসলামবিদ্বেষী হামলার শিকার হয়েছে। অর্থাৎ মসজিদটিকে লক্ষ্য করে বেশ কিছু গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দক্ষিণাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ বলেছে, অঙ্গরাজ্যেটির মরু নগরী কোয়াচেলাতে মঙ্গলবার খুব ভোরে এ হামলা চালানো হয়। স্থানীয় সময় সকাল ৫টা ১ মিনিটের সময়ে রিভারসাইট কাউন্টির সরকারি দফতরে মসজিদে ইব্রাহিমে হামলার এ ঘটনা জানানো হয়। খবর প্রেস টিভির মসজিদটি পরিচালনা করছে ইসলামিক সোসাইটি অব কোয়াচেলা ভ্যালি। গুলি মসজিদ ভবন এবং বাইরে পার্ক করে রাখা একটি গাড়িতে আঘাত হানে। অবশ্য সৌভাগ্যক্রমে নামাজরত মুসল্লিদের কেউ এতে আঘাত পাননি। কর্তৃপক্ষ বলেছে, সম্ভাব্য ইসলামবিদ্বেষী হামলার বিরুদ্ধে তদন্ত চালানো হবে। মার্কিন আভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআইকে এ বিষয়ে তদন্ত চালানোর দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেসন্স বা কেয়ার’এর আঞ্চলিক দফতর। এর আগে সান ডিয়াগোর একটি মসজিদকে হুমকি দেয়া হয়েছে বলে কেয়ার জানিয়েছে। হুমকি দিয়ে লেখা এ চিঠিতে অজ্ঞাতনামা বস্তুও পুরে দেয়া হয়েছিল বলে জানানো হয়। এ ছাড়া, গত মাসে নিউ মেক্সিকোর একটি মসজিদের দেয়াল লক্ষ্য করে মলটোভ ককটেল ছোঁড়া হয়েছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়