Wednesday, November 5

টুইটারে কীভাবে জনপ্রিয় হবেন?


অনলাইনভিত্তিক টুইটার অ্যাকাউন্টে যদি কারও বিপুলসংখ্যক অনুসারী থাকে, সেটাই সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে তার জনপ্রিয়তা বাড়ানোর বড় সুযোগ তৈরি করে। এ ক্ষেত্রে বেশি বেশি টুইট না করলেও চলে। স্পেনে নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সোশ্যাল নেটওয়ার্কস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা যায়, গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় ব্যক্তিদের টুইটার বার্তা স্বাভাবিকভাবেই বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু তুলনামূলক কম জনপ্রিয় ব্যক্তিরাও তাদের কার্যক্রম বাড়িয়ে ও বেশি বেশি টুইট করে নিজ জনপ্রিয়তা বাড়াতে পারে। তবে এই পদ্ধতি দুর্বল ও সময়সাপেক্ষ। স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত মাদ্রিদ টেকনিক্যাল ইউনিভার্সিটির গবেষক দলের প্রধান রোসা বেনিতো বলেন, জনপ্রিয়তা বাড়ানোর জন্য ‘প্রচেষ্টা’ বা প্রচুর বার্তা পাঠানোর চেয়ে বিপুলসংখ্যক অনুসারী থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ। টুইটার একটি বৈচিত্র্যপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে বিপুলসংখ্যক ব্যবহারকারী থাকলেও তাদের অনুসারীর সংখ্যা খুবই কম (গড়ে ৬১ জন)। আবার খুবই কমসংখ্যক ব্যবহারকারী আছে, যাদের অনুসারী বিপুলসংখ্যক। এসব ব্যবহারকারীর অনুসারীর সংখ্যা চার-পাঁচ কোটি পর্যন্ত। গবেষণার তথ্য বলছে, টুইটারের মতো বৈচিত্র্যপূর্ণ যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যবহারকারীরা যেভাবে বার্তা পাঠাচ্ছে, সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং এমনও ব্যবহারকারী রয়েছে যারা সংখ্যায় কম হলেও খুবই প্রভাবশালী। কোনো কোনো ব্যবহারকারী খুবই কমসংখ্যক টুইট করলেও পাল্টা টুইট পায় অনেক বেশি। রোসা বেনিতো আরও বলেন, সাধারণ ব্যবহারকারীরা নিজেদের তৎপরতা বাড়িয়ে জনপ্রিয় ব্যক্তিদের মতোই সমানসংখ্যক পাল্টা টুইট পেতে পারে। তখন তাদের পক্ষেও প্রভাব বিস্তার করা সম্ভব হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়