Thursday, November 27

ঢাবি'তে ভর্তির সুযোগ দাবিতে সিলেটে মানববন্ধন


কানাইঘাট নিউজ ডেস্ক: পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার গত বুধবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন করেছে আমরা’১৪ ব্যাচের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষা দানের সুযোগ বন্ধ করে দেওয়ার প্রতিবাধে তারা সিলেটসহ সারাদেশে মানববন্ধন ও ভিবিন্ন কর্মসূচি পালন করে আসছে। মানববন্ধনে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, প্রতিবছর এইচএসসি পরীক্ষার পর চার থেকে পাঁচ মাস সময় পাওয়া গেলেও এ বছর তারা মাত্র ২৬ দিনের সময় পেয়েছিল, যে কারণে প্রস্তুতি ভালো না থাকায় অনেকেই সুযোগ পায়নি। এই সিদ্ধান্তের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। আমাদের একদিকে প্রস্তুতির সময় কম দেওয়া হয়েছে, অপরদিকে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগও বন্ধ করা হয়েছে। আমরাই প্রশ্নফাস কেলেংকারীর ভুক্তভোগী। প্রতিবারই মোট আসনের অর্ধেক আসনে দ্বিতীয়বার অংশ নেওয়া শিক্ষার্থীরা সুযোগ পায় বলেও জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন তাসনিম বারী, মিসবাহ, রুমা, সাদমান, নাজিয়া ও সাকি সহ অন্যান্যরা। সম্প্রতী ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেয় দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের প্রতিবাধে শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষা দানের মানববন্ধনসহ ভিবিন্ন কর্মসূচি করে আসছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়