Sunday, January 25

কানাইঘাটে তিন শতাধিক শিশু-কিশোরকে শীতবস্ত্র দিল ইমেজ ফাউন্ডেশন


নিজস্ব প্রতিবেদক :

​‘মানবতার পথে একসাথে’ এই স্লোগানকে ধারণ করে সিলেটের কানাইঘাটে অসহায় শিশু-কিশোরদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ইমেজ ফাউন্ডেশন’। রোববার (২৫ জানুয়ারি) উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে প্রায় তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিশু-কিশোরের হাতে উষ্ণ শীতবস্ত্র তুলে দেয় সংগঠনটি। 

​শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বেলাল আহমেদ। মাওলানা তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সদস্য সচিব নজরুল ইসলাম, রাজাগঞ্জ মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক মাওলানা জুবায়ের, খেলাফত মজলিশ নেতা মাওলানা আজির উদ্দিন এবং ইমেজ ফাউন্ডেশনের কার্যকরী সদস্য শরিফুল ইসলাম।

​এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক ফয়জুল হাসান, প্রবাসী তৈয়বুর রহমান, হেলাল আহমদ, মাওলানা আব্দুল জলিল, মৌলভী আব্দুস শহীদ, জাকের আহমদ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ফাউন্ডেশনের শুভানুধ্যায়ী আমিনুদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​শীতের নতুন পোশাক হাতে পেয়ে শিশু-কিশোরদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়। অনুষ্ঠানে বক্তারা ইমেজ ফাউন্ডেশনের এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। তারা ফাউন্ডেশনের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

​উল্লেখ্য, ইমেজ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে  আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। করোনা মহামারি ও ভয়াবহ বন্যার সময় ত্রাণ বিতরণ ছাড়াও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার প্রদান, রমজানে খাদ্যসামগ্রী বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ নানামুখী সামাজিক ও ধর্মীয় কাজে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এর আগে গত বুধবার সংস্থাটির পক্ষ থেকে কানাইঘাটে কর্মরত সাংবাদিকদের মাঝে ‘প্রেস জ্যাকেট’ বিতরণ করা হয়।

​ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বেলাল আহমেদ বলেন, "আমরা সাধ্যমতো চেষ্টা করছি মানুষের মুখে হাসি ফোটাতে। ভবিষ্যতে আমাদের এই মানবিক ও কল্যাণমুখী কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।"



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়