Thursday, November 27

জঙ্গিরা নারীদেরকে খাটো করে দেখে: ইনু


ঢাবি: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিরা নারীদেরকে খাটো করে দেখে, নারীর প্রতি আক্রমণ করে। তারা নারী সাংবাদিকদের ওপর নির্যাতন করে। ধর্মান্ধতা ও কুসংস্কারের কারণেই দেশে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও বাংলাদেশ মহিলা পরিষদ যৌথভাবে ‘পারিবারিক সহিংসতা: ব্যক্তিগত নয় রাজনৈতিক’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। তথ্যমন্ত্রী বলেন, ‘নারীদের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতারাও সচেষ্ট না। রাজনৈতিক নেতাকর্মীরা যে বউ পেটায় না এটা আমি নিশ্চিত করে বলতে পারব না।’ তিনি বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় আইন-কানুন আছে, সেগুলো বাস্তবায়নের জন্য সোচ্চার হতে হবে। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের আয়শা খানম। ঢাবির উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন তানিয়া হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাবির টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আয়েশা বানু।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়