Thursday, November 27

“শান্তিতে ঘুমাও হিউজ”


খেলাধুলা ডেস্ক: গোটা বিশ্বের লাখ লাখ মানুষের প্রার্থনাকে মিথ্যা প্রমাণ করে শেষ পর্যন্ত থেমেই গেলেন ফিলিপ হিউজের জীবন। মাত্র ২৫ বছর বয়সেই শীতের সকালের শিশিরে মতো ঝরে পড়লেন প্রতিভাবান অস্ট্রেলিয়ান ক্রিকেটার। এ নিয়ে সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মাইক্রো ব্লগিং সাইট টুইটার। তাতে বইছে শোকের ঝড়। ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা লিখেছেন, ‘ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দুঃখের দিন। বন্ধু পরপারে ভালো থেকো তুমি। অন্যদিকে শিন অ্যাবটকেও শক্ত থাকতে হবে।’ ইংল্যান্ডের জোস বাটলার বলছেন, ‘শুনে খুবই মর্মাহত হয়েছি। পরিবার ও বন্ধুদের নিয়ে ফিলের জন্য প্রার্থনা করছি।’ কিলার ডেভিড মিলার লিখেছেন, ‘জেগে ওঠার জন্য খুবই দুঃখের সংবাদ। হিউজের জন্য শুভকামনা।’ ওয়েস্ট ইন্ডিজ হার্টহিটার ক্রিস গেইল লিখেছেন, ‘শুনতেও খুব খারাপ লাগছে। শান্তিতে থাকো বন্ধু। হিউজের পরিবারকে শোক সমবেদনা জানাচ্ছি।’ ভারতের সুন্দর রমন লিখেছেন, ‘দুঃখের দিন।’ ফাওয়াদ আলম লিখেছেন, ‘গেল সপ্তাহে তার বিপক্ষে খেলার সময় ভেবেছিলাম খেলার পরে অনেক সময় হিউজের সঙ্গে কাটাবো। কিংবদন্তিরা অমর থাকে।’ ইংল্যান্ডের কিংবদন্তি ইয়ান বোথাম লিখেছেন, ‘গোটা ক্রিকেট বিশ্বের জন্য দুঃখের দিন।’ দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স লিখেন, ‘হৃদয় ভেঙে যাওয়ার মতো খবর। অন্ধকার একটি দিন। তোমাকে মিস করবে ক্রিকেট বিশ্ব।’ ব্রেট লি লিখেছেন, ‘কোনো শব্দ দিয়েই ব্যাখ্যা করা যাবে না। শান্তিতে থেকো বন্ধু।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়