Sunday, October 12

ইরাক সিরিয়ায় ৩৪১ দফা বিমান হামলা


কানিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও তার মিত্র রাষ্ট্রগুলো ইরাক ও সিরিয়ার ওপর ৯ আগস্ট থেকে ৬ অক্টোবর সোমবার পর্যন্ত অন্তত ৩৪১ বার বিমান হামলা চালিয়েছে। সোমবার মার্কিন কেন্দ্রীয় কমান্ডের জারি করা এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। ২৩ সেপ্টেম্বর সিরিয়ায় আল কায়দার খোরাসান গ্রুপের ওপর চালানো আটটি হামলা বাদে সিরিয়াতে ৯৪ বার এবং ইরাকে ২৪৭ বার বিমান হামলা চালানো হয়। সবগুলো হামলাই পরিচালনা করা হয়েছে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে। কেন্দ্রীয় কমান্ড দাবি করেছে, তাদের জোট ইসলামিক স্টেটের বিভিন্ন স্থাপনা, যুদ্ধের জন্য ব্যবহৃত সশস্ত্র সাঁজোয়া যান ও অস্ত্র পুরোপুরি ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত করেছে। মার্কিন জোটের হামলায় এ পর্যন্ত ইসলামিক স্টেটের ৪০টি ট্যাংক এবং অন্যান্য সাঁজোয়া যান এবং আরও অন্তত ১৬০টি মেশিনগান বহনকারী সশস্ত্র যান, বিমান বিধ্বংসী অস্ত্র, রকেট অথবা অনুরূপ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলে দাবি বহুজাতিক বাহিনীর। এছাড়া ইরাকি বাহিনীর কাছ থেকে ইসলামিক স্টেট কর্তৃক আটক করা ৫৯টি মার্কিন নির্মিত হামভেইজসহ আরও ৬৬টি বিভিন্ন ধরনের যানবাহন ধ্বংসের তালিকায় রয়েছে। কেন্দ্রীয় কমান্ডের রিপোর্টে বলা হয়েছে, ইসলামিক স্টেট বাহিনীর ওপর হামলা পরিচালনা করা হয়েছে- যুদ্ধ অবস্থানের ওপর ৫৫টি, চেকপয়েন্টের ওপর ২১টি, কমান্ড পোস্টের ওপর ৭টি, বিস্ফোরক ডিভাইস স্থাপনার ওপর ৭টি হামলাসহ আরও ৩৯টি হামলা বিভিন্ন ভবন, অস্ত্র ভাণ্ডার, প্রশিক্ষণ ক্যাম্পকে উদ্দেশ করে চালানো হয়। রিপোর্টে আরও বলা হয়েছে, সিরিয়ার আলেপ্পোর নিকটবর্তী খোরাসান গ্রুপের উপর আক্রমণে তিনটি কমান্ড পোস্টের পাশাপাশি আরও তিনটি ভবন ধ্বংস করা হয়েছে। ভবন তিনটি শক্তিশালী আল-কায়েদা জঙ্গিদের ছোট ছোট সেল হিসেবে ব্যবহৃত হতো। কেন্দ্রীয় কমান্ডের রিপোর্টে আরও বলা হয়েছে, ১ অক্টোবর আরব উপসাগরে ভী-২২ অসপ্রের ফ্লাইট দুর্ঘটনায় এক মার্কিন সহায়তাকারী সদস্য নিহত হওয়া ছাড়া মার্কিন জোটের আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোবানে হামলা জোরদার, তুরস্ক সতর্ক : তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ান শহর কোবানকে জঙ্গিমুক্ত করতে ব্যাপক হারে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনাবাহিনী। শুক্রবার সবচেয়ে বেশি হামলা চালিয়েছে তারা। তবে শহরের বড় অংশ এখনও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাতে রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মার্কিন নেতৃত্বাধীন বাহিনী যুদ্ধবিমান থেকে হামলা জোরদার করেছে। বৃহস্পতিবার রাতভর ও শুক্রবার সকালেও হামলা অব্যাহত ছিল। এ সময়ের মধ্যে আইএসের একটি প্রশিক্ষণ কেন্দ্র, তাদের নিয়ন্ত্রণাধীন একটি ভবন ও দুটি গাড়ি ধ্বংস করা হয়েছে। তবে এখনও শহরের প্রধান প্রধান এলাকা এখনও আইএস জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে। শহরের প্রায় এক-তৃতীয়াংশ দখল করে রেখেছে জঙ্গিরা। কোবানের কুর্দিপ্রধান সরকারের কর্মকর্তা ইদ্রিস নাসার জানান, বৃহস্পতিবার আইএস জঙ্গিরা বেশ কয়েকটি এলাকা নতুন করে দখল করেছে। তবে বুধবার থেকে অন্তত ২০টি এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। এদিকে কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ না নেয়ার কারণে সমালোচনার শিকার হয়েছে তুরস্ক। দেশটিতে এখন প্রায় ১৫ লাখ সিরীয় শরণার্থী বসবাস করছে। জঙ্গিদের ওপর স্থল অভিযান চালানোর ব্যাপারে পার্লামেন্টের অনুমতি লাগবে বলে দাবি করছেন তুরস্কের নেতারা। জঙ্গি উৎখাতে নিষ্ক্রিয়তার ব্যাপারে তুরস্ককে সতর্ক করেছে ইরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বৃহস্পতিবার বলেন, তুরস্কের সঙ্গে প্রাথমিক আলোচনায় আমরা বোঝার চেষ্টা করেছি যে, এই দেশটি এ অঞ্চলের সংকটকে আরও বাড়িয়ে তুলতে চায় কিনা। আমরা আশা করি তুরস্ক সংকট নিরসনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়