Friday, October 10

ঈদের ছুটিতে লোভাছড়ায় পর্যটকদের ঢল


নিজস্ব প্রতিবেদক: ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। আর এই আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে পারে ভ্রমণ। ঈদের ছুটিতে কার না মন চায় একটু ঘুরে বেড়াতে। আর সেই ঘুরে বেড়ানো যদি হয় পরিবার-পরিজন,বন্ধু-বান্ধব নিয়ে তাহলে ঘুরে বেড়ানোর মজাই অন্যরকম। তাই এবারের ঈদের ছুটিতে ঢল নেমেছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় স্থান বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তে খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে অসংখ্য ছোট বড় নদী বিধৌত অপূর্ব শোভায় শোভিত প্রাচীন জনপদ কানাইঘাটের লোভাছড়ায়। সীমান্তবর্তী এলাকার উঁচু-নিচু টিলা,ভারতের মেঘালয় পাহাড় আর সবুজের সমারোহ দেখতে প্রতিদিনই আসছেন অগণিত পর্যটক। পর্যটকের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে লোভাছড়া এলাকা । ঈদের ৪র্থ দিন বৃহঃস্পতিবার লোভাছড়ায় গেলে দেখা যায়,অগণিত পর্যটক পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন লোভাছড়ায়,এদের মধ্যে কেউ চা বাগান,ঝুলন্ত ব্রীজে ঘুরাফেরা করছেন আবার কেউবা লোভানদীর স্বচ্ছ পানিতে নেমে সাঁতার কাটছেন। ঘুরতে আসা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না ফেরদৌস জানান, লোভাছড়ার এই অপরুপ সৌন্দর্য্যে বিমোহীত হয়েছেন। পর্যটকরা লোভাছড়া চা বাগান,ঝুলন্ত ব্রীজ,ভারতের মেঘালয় পাহাড়,লোভানদীর স্বচ্ছ পানি দেখে মুগ্ধ হচ্ছেন। এদিকে  পর্যটকদের সুবিধার্তে এখানকার যাতায়াত ব্যাবস্থা,আকর্ষণীয় পর্যটন স্পটগুলোকে পর্যটকদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে "লোভাছড়া ট্যুরিষ্ট ক্লাব" নামের একটি সংগঠন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়