তথ্য প্রযুক্তি ডেস্ক: নরওয়েভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ সেবাদাতা কোম্পানি ‘টেলিনর মিয়ানমার’ সিম কার্ড মিয়ানমার ছাড়াও পাঁচটি প্রতিবেশী দেশে কাজ করবে। এ দেশগুলো হচ্ছে— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও থাইল্যান্ড। গত বুধবার টেলিনর মিয়ানমারের এক মুখপাত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে টেলিনর মিয়ানমারের তথ্য বিষয়ক কর্মকর্তা কো সো থিউ টন জানান, বর্তমানে মিয়ানমারের রাজধানী নেপিদোয় পরীক্ষামূলক নেটওয়ার্ক চালু করেছে টেলিনর। এছাড়া শিগগিরই দেশটির জনবহুল শহরগুলোয় সিম কার্ডের বিক্রি শুরু করবে প্রতিষ্ঠানটি। এর আগে টেলিনর মিয়ানমারের পক্ষ থেকে এক বিবৃতিতে ১১ অক্টোবর থেকে নেপিদোয় সিম কার্ড বিক্রির কথা বলা হলেও তা আরো কিছু দিন পিছিয়ে যেতে পারে বলে প্রতিষ্ঠানটির এক বিক্রয় প্রতিনিধি নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠানটির এক মুখপাত্রের বিবৃতি অনুযায়ী, ১২ অক্টোবর থেকে বিক্রয় প্রতিনিধিদের মধ্যে সিম কার্ড বরাদ্দ শুরু হবে। তবে তা গ্রাহকপর্যায়ে পৌঁছতে আরো কয়েক দিন সময় লাগতে পারে। প্রতিটি সিম কার্ডের জন্য গ্রাহকদের গুনতে হবে দেড় হাজার কিয়াত বা দেড় ডলার।
মিয়ানমারের দুটি বিদেশী কোম্পানির মধ্যে অন্যতম টেলিনর সম্প্রতি মোবাইল নেটওয়ার্ক সেবা প্রদানের লাইসেন্স প্রাপ্ত হয়। মিয়ানমারের সরকারি টেলিযোগাযোগ সেবাদাতা কোম্পানি মিয়ানমার পোস্টের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে টেলিনর মিয়ানমারকে। মিজিমা ডটকম
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়