Tuesday, October 21

‘ত্রিপুরা থেকে ১০০ মে.ও. বিদ্যুৎ পাবে বাংলাদেশ’


কানিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ বলেছেন, অচিরেই ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে জেলার কসবা উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া গ্রামে বরেণ্য সাধক শ্রী শ্রী মা আনন্দময়ীর পবিত্র জন্মস্থান এবং আশ্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তিনি বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগেই থেকেই ভালো আছে। হাসিনা ও মোদি বৈঠকও ফলপ্রসু হয়েছে। দুই দেশের বিদ্যমান সমস্যা নিরসনে আলোচনা হবে। তাছাড়া আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থল বন্দরের সড়কসহ সার্বিক উন্নয়নে ভারত সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করে তিনি বলেন পর্যায়ক্রমে দুটি বন্দরের অর্থনৈতিক উন্নয়ন করা হবে। তিনি বলেন, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার বিদ্যমান আবেদন প্রক্রিয়া সহজতর নয়। এটি আরো সহজতর করতে বিকল্প পদ্ধতি বের করা হবে। যাতে সহজে সাধারণ মানুষ ভারতের ভিসার জন্য আবেদন করতে পারে। পরে তিনি খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয় ও খেওড়া শ্রী শ্রী মা আনন্দময়ী সংঘ আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন। এর আগে তিনি ভারতীয় হাইকমিশনের অর্থায়নে নির্মিত স্থানীয় আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নারায়ণ সাহা মনির সভাপতিত্বে সূধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়