স্টাফ রিপোর্টার : নিজেকে জঙ্গি পরিচয় দিয়ে বোমা মেরে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকিদাতা সেই নাসির (৪০) কে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে তাকে কুতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত নাসির মোহাম্মদ নগরীর বাদুরতলার দোস্ত মোহাম্মদের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত মামলার তারিখ পেছাতে চট্রগ্রাম আদালত ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছিলো। আইনজীবীকে ফোন করে তিনিই বলেছিলেন বোমা মেরে আদালত ভবন উড়িয়ে দেবেন। শুধুমাত্র তার দায়ের করা জায়গাজমি সংক্রান্ত একটি মামলার রায়ের তারিখ পেছানোর কারণে তিনি এই কাজ করেছেন।
ফোনে হুমকি দেওয়া প্রসঙ্গে নাসির জানায়, বাদুরতলায় তার একটি জমি রয়েছে। জমিটি একটি ডেভেলপার প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। এর মধ্যে জনৈক কামরুন্নাহার সেখানে মালিকানা দাবি করেন।এই ঘটনায় সংশ্লিষ্ট ডেভেলপার প্রতিষ্ঠান আমার কাছে প্রায় এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে। জমি সংক্রান্ত বিষয়টি নিয়ে কামরুন্নাহার গংয়ের বিরুদ্ধে আদালতে কিছুদিন আগে আমি একটি মামলা দায়ের করি।
গত ১৪ অক্টোবর সেই মামলার রায় দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছিল। আমার মনে হয়েছে, মামলার রায় আমার বিপক্ষে যাবে। যদি রায় দেওয়ার তারিখটি একদিন পেছানো যায় তাহলে আমি আরো একটি মামলা দায়ের করতে পারবো। তাই নিজেকে জঙ্গি পরিচয় দিয়ে এডভোকেট মানসকে আমি ফোন করে বোমা মেরে আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলাম। তবে জঙ্গি কার্যক্রমের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই বলে সে দাবি করছে।
গত ১৪ অক্টোবর সকালে এডভোকেট মানস দাসের মোবাইলে ফোন করে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে জঙ্গি পরিচয় দিয়ে বলেন, বোমা মেরে আদালত ভবন উড়িয়ে দেওয়া হবে। বিষয়টি জানাজানি হলে পুরো আদালত ভবন এলাকায় কড়া নিরাপত্তা বাড়ানো হয়। আদালত ভবনের দিকে যাওয়া প্রতিটি গাড়ি পুলিশ তল্লাশি চালায়। আর পুলিশের এ তল্লাশিতে ওইদিন দুপুরে ইলিয়াস নামক এক যুবককে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫৮ লাখ টাকা। তখন ইলিয়াছ পুলিশকে জানিয়েছিলো যে, সে সার্ভেয়ার মুরাদের কাছে ওই টাকা নিয়ে যাচ্ছে। বোমা মেরে আদালত ভবন উড়িয়ে দেয়া ও ৫৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় তখন আদালত পাডায় তোলপাড় শুরু হয়
Monday, October 20
এ সম্পর্কিত আরও খবর
একদিনে ভারত থেকে এলো ১১৭১ টন পেঁয়াজ, কমেছে দাম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনে ভারত থেকে এলো ১১৭১ টন পেঁয়াজ। আমদানি বাড়ায় একদিনের ব্যব
সিলেটের ৩ বন্দর-স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ভারতের লোকজনের বাধা ও পণ্য পরিবহন জটিলতায় সিলেটের স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তান
টানাপড়েনের মধ্যে ঢাকায় আজ বসছে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক শেখ হাসিনার পতনকে কেন্দ্র করে বাংলাদেশে-ভারতের মধ্যে সম্পর্কে চির ধরে। চলছে নানা টানাপড়েন। এর
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ২০১৫ সালে রাজধানীর কারওয়ান বাজারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে
আসিফ আকবরের ৪৩ তম জন্মদিন পালন করল সিলেট আসিফ ফ্যান ক্লাব কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলা সংগীত জগতের সাফল্যের রাজপুত্র জনপ্রিয় সংগীত তারকা আসিফ আকবরের ৪৩ ত
সিলেট-তামাবিল সড়ক অবরোধ:৩০ ঘন্টা ধরে বিদ্যুৎবিহীন খাদিমনগর কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমনগর এলাকা প্রায় ৩০ ঘণ্টা ধরে বিদ্যুতবিহীন রয়েছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়