Monday, October 20

২৪ মিলিয়ন ডলারে লেডি গাগার বাড়ি!


বিনোদন ডেস্ক : পপ তারকা লেডি গাগার জীবনধারণের ধর্মই মনে হয়,‘লিভ লাইফ কিং সাইজ’। সম্প্রতি তারই প্রমাণ দিলেন ক্যালিফোর্নিয়ার ম্যালিবুতে ২৪ মিলিয়ন ডলার ব্যয়ে একটি অট্টালিকা কিনে। লেডি গাগা এ প্রাসাদটি ওয়ার্নার ব্রাদার্স ওয়ার্ল্ডওয়াইড কনজুমার প্রোডাক্টস ডিভিশনের প্রতিষ্ঠাতা ড্যান রোমানেলির থেকে কিনেছেন। ছয় একর জমির ওপর তৈরি অট্টালিকাটিতে ৫টি শোবার ঘর, ১২টি বাথরুম, একটি এলিভেটর, পুল, জিম, ওয়াইন সেলার, আটটি খামার, দুই লেনের বোলিং অ্যালে, বোসে বল কোর্ট ও একটি হাঁটার জায়গা রয়েছে। তা ছাড়া এ প্রাসাদটিতে একটি গুপ্ত ঢোকার পথও রয়েছে। 147 লেডি গাগার ক্রয়কৃত নতুন বাড়ি ড্যান রোমানেলি গত বছর মে মাসে বাড়িটি নিলামের কথা ঘোষণা করেছিলেন। তখন তিনি বাজারমূল্য ২৪.৯৫ মিলিয়ন ডলার হাঁকিয়েছিলেন। সবশেষে বিক্রি করলেন ২৪ মিলিয়ন ডলারে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়