Sunday, October 5

টাকা জমানোর ৪ উপায়


কানিউজ ডেস্ক:আমাদের চারপাশে অনেকেই আছেন যারা মোটামুটি বেতনের চাকুরী করেন তারপরও মাস শেষে তাদের অর্থাভাবে ভুগতে হয়। তবে তিনি যে তাঁর প্রয়োজনের তুলনায় কম বেতন পান এর কারণ ঠিক তা নয়। এর অন্যতম কারণ হিসাবে বলা যায় যথাযথভাবে টাকার ব্যবহার না করা। এ জন্যে তার উচিৎ যথা নিয়মে টাকা ব্যয় করা ও বেতনের কিছু অংশ ব্যাংক বা অন্য কোনভাবে জমিয়ে রাখা। আসুন, টাকা জমানোর ৪ টি উপায় সম্পর্কে জেনে নিই। ১.ব্যাংকে ডেপোজিট অ্যাকাউন্ট খোলা: আপনি যখন ব্যাংকে বেতন তোলার জন্যে অ্যাকাউন্ট করবেন তখন এমন একটি সিস্টেম করবেন যখন আপনার বেতন ব্যাংক অ্যাকাউন্টে যাবে তখন তা থেকে কিছু পরিমাণ টাকা আপনা আপনি আপনার ডেপোজিট অ্যাকাউন্টে জমা হবে। আপনি ইচ্ছা করলেই সে টাকা যখন তখন তুলতে পারবেন না। যখন মোটামুটি একটি পরিমাণে জমা হবে তখন আপনি সে টাকা তুলতে পারবেন। ২.ব্যয়ের পরিমাণ লিখে রাখুন: অনেকেই আছেন মাসে যা বেতন পান তা থেকে বেশি পরিমাণে খরচ করে ফেলেন। এ জন্যে অন্তত এক মাস হলেও আপনার খরচের পরিমাণ লিখে রাখুন। পরে হিসাব করুন আপনি কি পরিমাণে বেতন পান আর আপনি কি পরিমাণে খরচ করেছেন। তাহলে পরবর্তী মাস থেকে হিসাব করে চলতে পারবেন এবং সেখান থেকে কিছু টাকা জমাতে পারবেন। ৩.বাসায় বিভিন্ন পার্টির আয়োজন করা: আপনি আপনার জন্মদিন বা অন্য কোনও উপলক্ষ্যে বাইরের বিলাসবহুল হোটেলে না গিয়ে আপনার বাসায় বন্ধুদের আমন্ত্রণ করুন। সেখানে রকমারি অনুষ্ঠানের আয়োজন করুন এবং সীমাহীন মজা করুন। তাহলে আপনার কিছু টাবা বাঁচবে। ৪.৩০ দিনের একটি রুটিন করা: আপনি মাসের প্রথমেই পুরো মাসের একটি রুটিন করে ফেলুন। সে অনুযায়ী চলুন। প্রয়োজের অতিরিক্ত খরচ করবেন না। যদি আপনার অতিরিক্ত কোনও খাতে ব্যয়ের প্রয়োজন হয় তাহলে অন্যান্য খাতের ব্যয় কমিয়ে আনুন। তাহলে আপনার সাধ্যের মধ্যেই সব ব্যয় মেটাতে পারবেন। এছাড়াও আপনি আপনার মত করে বিভিন্ন উপায় অবলম্বন করতে পারেন। তবে অতিরিক্ত ব্যয় করবেন না। ভবিষ্যতের জন্যে সঞ্চয় করুন। সেটি আপনারই কাজে লাগবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়