Sunday, October 5

কানাইঘাটে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটের ৩নং দিঘীরপাড় ইউনিয়নের কুমারীমাটি গ্রামে নাজিয়া বেগম (৮) ও রাহমানা বেগম (৩) নামে দু’চাচাতো বোন পুকুরের পানিতে ডুবে মারা গেছে। আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান কানাইঘাট নিউজকে জানিয়েছেন, কুমারীমাটি গ্রামের গ্রামের তাজ উদ্দিনের মেয়ে মেয়ে নাজিয়া (৮) ও তাজ উদ্দিনের আপন ভাই ময়না মিয়ার মেয়ে রাহমানা(৩) খেলাধুলা করতে গিয়ে সকলের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাদের উদ্ধার করে স্থানীয় সড়কের বাজার ইউপি স্বাস্থ্য হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত তাদের মৃত ঘোষণা করেন। দু’চাচাতো বোনের মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়