Sunday, October 5

দাউদ ইব্রাহিমের বিষদাঁত ভাঙ্গতে ঐক্যবদ্ধ ভারত ও আমেরিকা


কানিউজ ডেস্ক: মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের অপরাধচক্র ও সন্ত্রাসবাদী নেটওয়ার্কের সঙ্গে এখনও যেসব আর্থিক লেনদেন ও কায়-কারবারের যোগসাজশ আছে, তার সব কটিরই মূলোচ্ছেদ করতে ভারত ও আমেরিকা এবার যৌথভাবে সক্রিয় হয়ে উঠেছে৷ নরেন্দ্র মোদীর সফরের সময়েই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ সেই সিদ্ধান্ত মোতাবেক ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আমেরিকায় রয়ে গেছেন এবং ওবামা প্রশাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বসে এই সংক্রান্ত ব্লু-প্রিন্ট তৈরি করছেন৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠকের পর যে যৌথ বিবৃতিটি প্রকাশিত হয় তাতে বলা হয়েছে, এখনও দাউদ ইব্রাহিমের মাফিয়া চক্রসহ আল-কায়দা, লস্কর-ই-তাইয়েবা, জয়েশ-ই-মুহম্মদ ও তালিবানি হাক্কানিরা যেসব জায়গা থেকে আর্থিক ও রণকৌশলগত সহায়তা পাচ্ছে, ভারত ও আমেরিকা একজোট হয়ে সেগুলি বিনষ্ট করতে বদ্ধপরিকর৷ এছাড়া, ২০০৮ সালের নভেম্বরে মুম্বাই হামলার পিছনে যাদের মাথা কাজ করেছিল তাদেরও কাঠগড়ায় টেনে আনার জন্য উভয় দেশের তরফে আবারও পাকিস্তানের উপর চাপ দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, পাকিস্তানি সেনাবাহিনীর মদদে লস্কর-ই-তাইয়েবার মতো সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যে দাউদ ইব্রাহিমের মাফিয়া চক্রের নিরবচ্ছিন্ন যোগাযোগ আছে, এ কথা ভারত সেই ১৯৯৩ সালের মুম্বাই হামলার পর থেকেই বলে এসেছে৷ কিন্তু ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার মাটিতে আত্মঘাতি বিমান হামলার আগ পর্যন্ত আমেরিকা তাতে কর্ণপাত করেনি৷ এরপর আমেরিকার মাটিতে দাউদের যাবতীয় আমানত ও সম্পত্তি সিজ করা হয়৷ কিন্তু তারপরও যে এই চক্রের কাজ-কারবার এতটুকু ধাক্কা খায়নি একের পর এক নাশকতা ও বেটিং দুর্নীতিই তার প্রমাণ৷

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়