ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সামসুজ্জামান দুদু বলেছেন, ড. পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে না নেয়ার সরাসরি নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তথাকথিত বঙ্গবন্ধু নামধারী কিছু সংগঠন দিয়ে পবিত্র শহীদ মিনারকে অপবিত্র করার চেষ্টা করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শহীদ মিনারে বিশিষ্ট নাগরিকদের অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ওই মানববন্ধনের আয়োজন করে।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সামসুজ্জামান দুদু বলেন, ‘আপনি (শেখ হাসিনা) ও আপনার দলের লোকেরাও শহীদ মিনারে স্থান পাবেন না। এই প্রজম্মকে সেটা আপনিই শিখিয়েছেন।’
তিনি বলেন, ‘৫ জানুয়ারি অবৈধভাবে নির্বাচন করে অবৈধ সরকার গঠন করে মনগড়া দেশ পরিচালনা করছেন শেখ হাসিনা। দেশে নতুন আইন ও সংবিধান সংশোধন করে রাষ্ট্রতন্ত্র কায়েম করা হচ্ছে।’
দুদু বলেন, ‘শেখ হাসিনা কানে কম শোনেন। তাই তিনি জনগণের কথা শুনবেন কীভাবে? নিজে যা বোঝেন তাই করেন।’
শেখ হাসিনাকে হুঁশিয়ার করে দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আইন ও আপনার পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে সব পথ বন্ধ করার চেষ্টা করবেন না। জনগণের কাতারে ফিরে আসুন। বিএনপির সঙ্গে আলোচনায় আসুন। নতুন করে নির্বাচন দিন। দেখুন আপনারা কত পার্সেন্ট ভোট পান, আমরা কত ভোট পাই। আপনারা ইয়াহিয়ার প্রেতাত্মা হবেন না, দেশের মানুষ নির্বাচন চায়।’
সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বিএম মোশারেফ হোসেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমাতুল্লা, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মেজর (অ.) হানিফ, জাগপার যুগ্ম-সম্পাদক আসাদুর রহমান খান প্রমুখ।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়