কানিউজ ডেস্ক : রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে এসে এক শ্রেণির অসাধু কর্মকর্তার কাছে জিম্মি হচ্ছেন গ্রহকরা। দেয়ালে দেয়ালে দালালের শরণাপন্ন না হওয়ার পরামর্শ লেখা সাইনবোর্ড লাগানো হলেও, ২ হাজার টাকায় ২০ মিনিটে পাসপোর্ট করে দিতে দালালদের সহায়তা করছেন পাসপোর্ট অফিসেরই কিছু অসাধু কর্মকর্তা।
সকাল ১১টা, আগারগাও পাসপোর্ট অফিসের বাইরে ২ হাজার টাকায় বিশ মিনিটে সাধারণ পাসপোর্ট করে দেয়ার প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি অনুযায়ী ১২.২০এ পাসপোর্ট অফিসের বাইরে পাসপোর্ট ফরমের সকল আনুষ্ঠানিকতা সমাপ্ত ১০ মিনিটে। আর বাকি ১০ মিনিট।
বেলা ১২.৩০। প্রতিশ্রুতি অনুযায়ী ২০০০ টাকা দেয়া হলো দালালকে।
পাসপোর্ট অফিসের ভেতর থেকে একজন কর্মকর্তা আসলেন, টাকার অংক বুঝে নির্ধারিত ফরম নিয়ে গেলেন ভেরিফেকেশন বিভাগে, ফাইল অর্ডারে সময় লাগলো ২ মিনিট। সেখান থেকে ফাইলিং গ্রহনের ছাড়পত্র দিতে সময় লাগলো ২০ সেকেন্ড। লম্বা লাইন পেরিয়ে ১২.৩৬ এ ডাটা এন্ট্রি রুম। ১২.৩৭ ডাটা এন্ট্রি শেষে এবার ছবি তোলার পালা। লম্বা লাইন থাকলেও এখানে ৬টি ডেক্স থাকলেও ৪টি খালি। একটিতে বেলা ১২.৩৯ এ ছবি তোলা শেষ এবং ডেলিভারির তারিখের সম্ভাব্য তারিখ প্রাপ্তি।
এভাবেই পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের কাছে জিম্মি হচ্ছেন সাধারন পাসপোর্ট গ্রাহকরা। যারা নিয়ম নীতি মেনে দ্বির্ঘ লম্বা লাইনে দাড়িয়েছেন তারাও ভোগান্তিতে পড়ছেন এসব অসাধু কর্মকর্তাদের হাতে। তারা জানালেন, নানান ভোগান্তির কথা।
পাসপোর্ট অফিসে ভূক্তোভোগীদের এ চিত্র প্রতিদিনের। তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন পাসপোর্ট অফিসের অতিরিক্ত মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন। তিনি বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসে, কিন্তু কেউ লিখিত অভিযোগ করে না, যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে তবে আমরা ব্যবস্থা নেব’।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়