কানিউজ ডেস্ক:
গ্রামীণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছিলেন।বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল। শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় এসে তা চালু করেছে। এখন দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ।
মোহাম্মদ নাসিম বলেন, গ্রামীণ জনপদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী যে ওয়াদা দিয়েছিলেন জনগণের কাছে এই কার্যক্রমের মধ্য দিয়ে তা পূরণ হচ্ছে।
মন্ত্রী আজ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কুন্ডরি কাক্ষরি ৫০ শয্যা বিশিষ্ট চক্ষু হাসপাতালের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
খালেদা জিয়ার আন্দোলন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগে নিজের দলের আন্দোলন ঠেকান। তারপর সরকার বিরোধী আন্দোলন নিয়ে চিন্তা করবেন। দেশের সংবিধান অনুযায়ী ৫ বছর পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনী ট্রেন আপনি মিস করেছেন।
পুনরায় নির্বাচনী ট্রেন না আসা পর্যন্ত স্টেশনে অপেক্ষা করার জন্য খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়ে নাসিম বলেন, সরকারের সকল কর্মকান্ডে সহযোগিতা করুন। আগামী ২০১৯ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়