কানিউজ ডেস্ক : জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেছেন, সরকার গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ালে গণ-আন্দোলনের ডাক দেওয়া হবে।
মঙ্গলবার গুলশানের দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়ামের জরুরী সভায় তিনি এ কথা বলেন।
কাজী জাফর আহমদ বলেন, ক্ষমতাসীন এই গণবিচ্ছিন্ন সরকারের হাতে আজ শুধুৃ মাত্র জনগণের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত নয়, পাশাপাশি জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্বও হুমকির সম্মুক্ষীণ।
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ আমাদের ভূমি ব্যবহার করে তাদের পন্য এক প্রদেশ থেকে আরেক প্রদেশে নিচ্ছে, অথচ বিনিময়ে বাংলাদেশ কোন শুল্ক পাচ্ছে না।
তিনি ২০ দলের নেতৃত্বে এই গণবিচ্ছিন্ন সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিতে দলের নেতা কর্মীদের আহবান জানান। সভায় প্রতি জেলায় জেলায় সংগঠন ও অঙ্গসংগঠন সমূহ গড়ে দলকে আন্দোলনের জন্য প্রস্তুত করার নির্দেশ দেন।
সভায় দেশের লুন্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষে অনতিবিলম্বে সর্বদলের অংশগ্রহনে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য অবিলম্বে সংলাপ শুরু করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
এতে আরো বলা হয়, আমরা উদ্বেগের সহিত লক্ষ করছি ভোটার বিহীন অনির্বাচিত গণবিচ্ছিন্ন সরকার গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে। এহেন সিদ্ধান্ত থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহবান জানাচ্ছি। অন্যথায় এই গণবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়িত করার প্রয়াসে লিপ্ত হলে ব্যাপক গণ-আন্দোলনের মাধ্যমে এটাকে প্রতিহত করা হবে।
প্রেসিডিয়াম সদস্য ড. টি. আই. এম. ফজলে রাব্বি চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন এস. এম. এম. আলম, আহসান হাবীব লিংকন, মুহাম্মাদ আতিকুর রহমান আতিক, নওয়াব আলী আব্বাস খান, অধ্যাপক ডা. শহিদুল ইসলাম, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমীন, অ্যাডভোকেট হোসনে আরা আহসান, খালেকুজ্জামান চৌধুরী, রফিকুল হক হাফিজ, জাফরউল্লাহ খাঁন চৌধুরী (লাহরী), হাসান হারুনূর রশিদ, অ্যাডভোকেট মুহম্মদ শফিউদ্দিন ভূঁইয়া, আলহাজ্ব মো: সেলিম মাস্টার প্রমুখ।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়