Wednesday, October 22

৯ বছর পর কানসাট ইউ.পি আ’লীগের সম্মেলন


চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ন কানসাট ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৯বছর পর অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার কানসাট সলেমান ডিগ্রিী কলেজ মাঠে কানসাট ইউ.পি আওয়ামী লীগের আয়োজনে ও ইউ.পি সভাপতি বেনাউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখা সাধারন সম্পাদক মির্জা শাহাদাৎ হোসেন র্খুরম, জেলা শাখা সদস্য আতাউর রহমান, উপজেলা শাখার সহ-সভাপতি জোহাক আলী মাস্টার, পৌর শাখার সভাপতি টুটুল খাঁন, সাধারন সম্পাদক কারীবুল হক রাজিন, শিবগজ্ঞ সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ মান্টু, মহিলা নেত্রী শিউলী বেগম, উপজেলার সকল নবনির্বাচিত ইউ.পি’র সভাপতি, সধারন সম্পাদকসহ অনান্য নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠিত কাউন্সিলে বিনা-প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে নির্বাচিত হন বেনাউল ইসলাম ও সাধারন সম্পাদক পদে ৪জনের মাঝে প্রতিদ্বন্দ্বীতা করে ফুটবল প্রতীকে সর্বোচ্চ ৬৯টি ভোট পেয়ে নির্বাচিত হন সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম। মোট ১৫০জন কাউন্সিলের মধ্যে ভোট প্রয়োগ করেন ১৪০জন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়