ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বাংলাদেশের মানুষ যদি তাদের আস্থা বিশ্বাস আমাদের ওপর না রাখত তাহলে আমরা এ বিজয় অর্জন করতে পারতাম না। তাই বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন তাদেরই প্রাপ্য।”
বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আন্তর্জাতিক দুটি সংস্থার প্রধান নির্বাচিত হওয়ায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীকে সংবর্ধনা অনুষ্ঠানে এসিব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “এতে গণতন্ত্রের জয় হয়েছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর এই সংস্থার সদস্যপদ হারিয়েছিল, আমরা আবার তা উদ্ধার করেছি। ২০০৮ সালে সেনা সাশনের সময় পুনরায় সদস্য হারিয়েছিল। আমরা এখন আবার উদ্ধার করে এনছি। সত্যিকার অর্থে এটা জনগণের জয়।”
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়