Saturday, October 11

পুটখালী সীমান্ত থেকে আবারো ২ যুবকের লাশ উদ্ধার


শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: বেনাপোল সীমান্তের সম্প্রতি আতঙ্কিত পল্লী কুখ্যাত খুনী এলাকা হিসাবে পরিচিত পুটখালী থেকে ভারতীয় নাগরিকসহ ২ যুবকের লাশ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ। পুলিশ জানায়, শনিবার সকালে স্থানীয়রা পুটখালীর খলশী বাওড়ের মধ্যে একটি লাশ ভাসতে দেখে তাদেরকে খবর দেয়। লাশটি উদ্ধার করতে না করতে একই এলাকায় গাছের সাথে আরেকটি লাশ ঝুলতে দেখে আবারো খবর দিলে একই সাথে ২ যুবকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলো ভারতের কলকাতা চপগাছি ৫-লেন, ৪/এম বাড়ীর আলী আহম্মদের ছেলে আজগার আলী(৪৫) ও বাংলাদেশের খুলনা বটিয়াঘাটার শৈলমারী গ্রামের পূর্ণ চরণ বৈরাগীর ছেলে রবীন্দ্রনাথ বৈরাগী। নিহতদের লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা ও পুলিশ জানায়, অবৈধ পথে ভারতে যাওয়ার সময় চোরাচালানী সিন্ডিকেটের সদস্যরা টাকা আত্মসাতের জন্য এ নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটনা ঘটাতে পারে বলে প্রথমিক ভাবে ধারণা করা যায়। ২৩ বিজিবি ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার সিও লে. কর্ণেল আব্দুর রহিম বলেন, বেনাপোল সীমান্তের পুটখালী এলাকায় গরুর বিট ও খাটাল হওয়ায় বিপরীতের ভারত সীমান্তটি একেবারেই খোলা। এজন্য স্থানীয় দালালরা এ সীমান্ত পথ দিয়ে ভারত-বাংলাদেশে অবৈধ যাত্রী পারাপার বেশী করেন এবং এপথ দিয়ে চোরাচালানী ব্যবসাটাও অনেক হয়। তবে, তিনি দ্বায়িত্ব নেওয়ার পর এ সীমান্তের সকল অবস্থা বুঝে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানী ঘাট বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নিয়েছেন বলে এক সাংবাদিক সম্মেলনে জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়