Sunday, October 19

ইতিহাসবিদ সালাউদ্দীন আর নেই


স্টাফ রিপোর্টার : জাতীয় অধ্যাপক সালাউদ্দীন আহমদ আর নেই। রোববার ভোর ৬টায় বনানীতে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। ইতিহাসে বিশেষ অবদান রাখায় একুশে পদকপ্রাপ্ত এ অধ্যাপকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। ১৯২৪ সালে ২৪শে সেপ্টেম্বর ফরিদপুর শহরে সালাউদ্দীন আহমদের জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ অনার্স এবং এমএ করে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে এম এ এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৪৮ সালে জগন্নাথ কলেজে কর্মজীবন শুরু করেন। ১৯৫৬ সালে তিনি জাপান বিশ্ববিদ্যালয়ে আধুনিক জাপানের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পড়াশুনা ও গবেষণা করেন। তিনি রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপক হিসেবে কাজ করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়