কানিউজ ডেস্ক : ত্বকের ক্যান্সারের মধ্যে সবচেয়ে ভয়ংকরটি হলো ম্যালানোমা। এর লক্ষণ বুঝতে পারাটাই যখন বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, তখন চটজলদি একে শনাক্ত করার সহজ সমাধান বের করেছেন ডিউক ইউনিভার্সিটির এক দল গবেষক। ত্বকের ক্যান্সার ধরতে পারবে গিগাপিক্সেলের ক্যামেরা। আমেরিকায় প্রতিবছর ৯ হাজার মানুষ ত্বকের ক্যান্সারে আক্রান্ত হন।
গবেষক দলটি একটি গিগাপিক্সেলের ক্যামেরা বানিয়েছেন যা ত্বকের ক্যান্সার ধরতে পারবে। দেহের আগের অবস্থার সঙ্গে বর্তমানে অবস্থার পার্থক্য বুঝে ক্যান্সারের লক্ষণ নির্ণয় করবে ক্যামেরাটি। বর্তমানে বড় আকারের ওই ক্যামেরা দিয়ে দেহের নির্দিষ্ট কিছু অংশের ছবি তুলে ক্যান্সারের লক্ষণ বোঝা যায়। এর সঙ্গে আরো কিছু ছোট ছোট ক্যামেরা জুড়ে দিলে তা দিয়ে একযোগে গোটা দেহের ছবি তোলা যাবে। ডার্মাটলজিস্টরা তখন যে অংশের ছবি তোলা প্রয়োজন তার ছবিই নিতে পারবেন।
সাধারণত ম্যালানোমা ভালো করা যায় যদি প্রাথমিক অবস্থায় একে শনাক্ত করতে পারেন। প্রথমেই ম্যালানোমা ধরতে পারে এমন পদ্ধতি তেমন নেই। তাই এই ক্যামেরাটি আশা জাগিয়ে তুলছে। তবে আরো কিছু পরীক্ষা ও প্রমাণের মধ্য দিয়ে পাস করতে হবে একে।
সূত্র : ফক্স নিউজ
খবর বিভাগঃ
স্বাস্থ্য
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়