Sunday, October 19

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী


স্টাফ রিপোর্টার : ইতালির মিলানে আসেম সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের সফর শেষে শনিবার রাতে তিনি ঢাকায় পৌঁছান। হজরত শাহজাল বিমানবন্দরে এসময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামিরক কর্মকর্তারা। সকালে মলপেনসা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শাহাদাত হোসেন ও মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল রেজিনা আহমেদ। দশম আসেম শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত ১৫ অক্টোবর মিলানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এশিয়া-ইউরোপ আন্তঃমহাদেশীয় ফোরাম আসেমের দশম সম্মেলনে বৃহস্পতিবার ভাষণে দুই অঞ্চলের বন্ধন মজবুত করতে বাণিজ্য সম্পর্ক এবং যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা। সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রধানমন্ত্রী লি খা ছিয়াং, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনসিসহ কয়েজন সরকার প্রধানের সঙ্গে আলোচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মিলানে শুক্রবার ইতালি আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন শেখ হাসিনা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়