Sunday, October 19

টিএসসিতে বিক্ষোভ, আটক ৪


স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে টিএসসিতে বিক্ষোভ করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এসময় চারজনকে আটক করেছে পুলিশ। সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। সেখান থেকে চার শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানা পুলিশ। পরে শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে টিএসসি ও আশপাশের এলাকায় বিক্ষোভ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একবারই অংশ নেয়ার সুযোগ দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ভর্তির ক্ষেত্রে বৈষম্য কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়