Tuesday, October 28

মেসিকে সরিয়ে সেরা ফুটবলার রোনাল্ডো শ্রেষ্ঠ কোচ সিমিওনে


স্পোর্টস রিপোর্টার,ঢাকা:পর্তুগাল ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো স্প্যানিশ লিগের গত মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। সোমবার রাতে এক অনুষ্ঠানে পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর হাতে মৌসুম সেরার পুরস্কার তুলে দেয় লা লিগা কর্তৃপক্ষ। ২০১৩-১৪) অসাধারণ পারফরম্যান্সের জন্য লিগ দি ফুটবল প্রফেশনাল (এএফপি) পুরস্কারে সম্মানিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ পর্তুগিজ এই যাদুকর গত মরশুমে রিয়েল মাদ্রিদের হয়ে ৩০টি ম্যাচে ৩১টি গোল করেছেন৷ সর্বাধিক গোল করার জন্য সেরা ফুটবলার এবং সেরা ফরোয়ার্ডের সম্মানে ভূষিত হয়েছেন তিনি৷ পাশাপাশি ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে তার করা গোলটিও সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন৷ ২০০৮-০৯ মরশুম থেকে এই পুরস্কার একচেটিয়া ভাবে লিওনেল মেসিই পেয়ে এসেছেন৷ এই প্রথমবার সিআর সেভেনের পুরষ্কারের ঝুলিতে এই খেতাব যুক্ত হল৷ আবারও মেসিকে গোল দিলেন তিনি৷ সোমবার রাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিভাগের সেরা ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দেয় এলএফপি৷ সেরা কোচ: দিয়েগো সিমিওনে (অ্যাটলেটিকো দি মাদ্রিদ) সেরা গোলকিপার: কেলর নাভাস (রিয়েল মাদ্রিদ) সেরা ডিফেন্ডার-: র্জিও জার্মোস (রিয়েল মাদ্রিদ) সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার: লুকা মদরিচ ( রিয়েল মাদ্রিদ) সেরা অ্যাটাকিং মিডফিল্ডার: আন্দ্রে ইনিয়েস্তা (বার্সেলোনা) Best+Player+2 ২০১৩-১৪ মৌসুমটা রিয়াল মাদ্রিদে দারুণ কেটেছে রোনালদোর। লা লিগায় সর্বোচ্চ ৩১ গোল করে যৌথভাবে লুইস সুয়ারেসের সঙ্গে ইউরোপের লিগগুলোর এক মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতেন তিনি। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর থেকে দ্বিতীয়বারের মতো ওই পুরস্কার জেতেন তিনি। গত মৌসুমে রিয়ালের জার্সিতে আরেকটা মাইলফলকও পার করেন গতবারের ফিফা ব্যালন ডিঅর জয়ী রোনালদো। উগো সানচেসকে ছাড়িয়ে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার পাঁচ নম্বরে জায়গা করে নেন তিনি। একই রাতে তিনটি পুরস্কার পেয়ে দারুণ খুশি ২৯ বছর বয়সী এই তারকা। হ্যাটট্রিক পুরস্কার পেয়েছি, এটা চমৎকার একটা ব্যাপার। আমি আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। তাদের ছাড়া আমি এত গোল করতে পারতাম না। আমি আমার বান্ধবী এবং আমার পরিবারকে ধন্যবাদ দিতে চাই। অনুষ্ঠানে রোনালদোর সঙ্গে ছিলেন তার সর্বশেষ বান্ধবী সুপার মডেল ইরিনা শায়াক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়