Tuesday, October 28

বাজারে আসছে ওয়ালটনের প্রিমো এস-থ্রি


ঢাকা: গ্রাহকদের চাহিদা অনুযায়ী নিত্য নতুন ডিজাইন আর লেটেস্ট টেকনোলজি সমৃদ্ধ মোবাইল হ্যান্ডসেট নিয়ে আসছে ওয়ালটনের নতুন মডেলের সেট প্রিমো এস-থ্রি। ১.৭ গিগাহার্টজ প্রসেসর, ২ জিবি র‌্যাম, ১৬ জিবি রম এবং ৫ ইঞ্চি হাইডেফিনিশন ডিসপ্লে থাকছে সেটটিতে। ১৪২ মি.মিটার উচ্চতা এবং ১২৪ গ্রাম ওজনের এই ডিভাইসে রয়েছে ওচঝ প্রযুক্তির ঙএঝ ডিসপ্লে। স্ক্রিন প্রটেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে দ্বিতীয় প্রজন্মের করনিং গরিলা গ্লাস। ফলে এই সেটের ডিসপ্লেতে সহজে ক্র্যাচ পড়বে না। এতে থাকছে বিএসআই সেন্সর, ৮ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডুয়েল সিমের দুটিতেই থাকছে থ্রিজি ব্যবহারের সুযোগ। ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সুবিধা ছাড়াও প্রিমো এস-থ্রিতে থাকছে ব্লু টুথ, মাইক্রো ইউএসবি এবং ওটিজি (পাওয়া যাবে সব ধরনের ইউএসবি কানেকশন)। ২০০০ মিলি এম্পিয়ার ক্ষমতা সম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি দেবে অধিক সময় চার্জের নিশ্চয়তা। সাধারণ সেন্সরের পাশাপাশি প্রিমো এস থ্রি হ্যান্ডসেটে যুক্ত হয়েছে হল সেন্সর। যা স্মার্টকাভার ব্যবহারে নতুনত্ব সৃষ্টি করবে। এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.৪.২। নভেম্বরের প্রথম সপ্তাহে বাজারে আসছে এস-থ্রি। এর বাজারমূল্য ১৭ হাজার টাকার মধ্যে থাকবে বলে জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়