নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় ফারুক আহমদ (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩জন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আজ শনিবার সন্ধ্যা ৬টার সময় স্থানীয় সড়কের বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার সড়কের বাজার সংলগ্ন কাজীর গ্রামের রাস্তার পার্শ্বে সিলেট থেকে জকিগঞ্জগামী একটি মাইক্রো (সিলেট-চ-১১-০১৭৬) নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিলে ফারুক আহমদ (২৫) ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আহত অবস্থায় সর্দারমাটি গ্রামের মৃত নছির উদ্দিনের পুত্র আমির হোসেন (৫০), ঠাকুরের মাটি গ্রামের মনন নমঃ শুধ্র (৬০) ও নক্তিপাড়া গ্রামের কাশফুল (২৭) নামের তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সিলেট ওমেক হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়