নিজস্ব প্রতিবেদক:
সুরমা নদীর অব্যাহত ভাঙ্গনের মুখে কানাইঘাট দর্পনগর গ্রামের সুরমা ডাইক মারাত্মক হুমকির সম্মুখীন। দ্রুত এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে সুরমা ডাইকসহ অসংখ্য বাড়ী-ঘর, শিাপ্রতিষ্ঠান ও ফসলী জমি। সরজমিনে দর্পনগর গ্রামের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে দেখা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে প্রতি বর্ষা মৌসুমে নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করে। ইতিমধ্যে সুরমা নদীর অব্যাহত ভাঙ্গনে সুরমা ডাইকের বিভিন্ন স্থান ধেবে গেছে। ফসলী জমিসহ বাড়ীঘর রার জন্য এলাকাবাসী নিজ উদ্যোগে সুরমা ডাইক রা করার জন্য বালুর বস্তা ফেলে বাঁশ দিয়ে বাঁধ তৈরি করে ভাঙ্গন রোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অব্যাহত ভাঙ্গনের ফলে গত কয়েক বছরে বহু বাড়িঘর ও ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দর্পনগর গ্রামকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার বিগত ১২/১১/১৩ইং তারিখে তৎকালীন পানি সম্পদ মন্ত্রী বরাবরে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড এর মাধ্যমে ভাঙ্গন রোধে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিও লেটারের মাধ্যমে আবেদন করেন। কিন্তু অদ্যাবধি পর্যন্ত এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোন ধরণের পদপে গ্রহণ করেনি। দর্পনগর গ্রামের বাসিন্দা কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী "কানাইঘাট নিউজকে"জানান, নদী ভাঙ্গন থেকে দর্পনগর গ্রামকে রক্ষা করার জন্য বিগত চারদলীয় জোট সরকারের আমলে গ্রামের প্রায় এক কিলোমিটারের মতো ডাইক কার্পেটিং করে ব্লকের কাজ সম্পন্ন করা হয়। যা ভাঙ্গনরোধ প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। এলাকার ফসলী জমি, ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান নদী ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য বড় ধরণের প্রকল্প গ্রহণ করা অত্যন্ত জরুরী। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমরা আবেদন জানিয়েছি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী বলেন, দর্পনগরসহ তার ইউনিয়নের অন্যান্য নদী ভাঙ্গন গ্রাম গুলোকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের বিভিন্ন দফতরকে তিনি পত্র মাধ্যমে জানিয়েছেন। দর্পনগর গ্রামের সুরমা ডাইক মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হলেও এখানে কোটি টাকার প্রকল্প গ্রহণ করা অত্যন্ত জরুরী। গ্রামের বাসিন্দা জেলা ছাত্রলীগ নেতা তারেক আহমদ চৌধুরী জানিয়েছেন, নদী ভাঙ্গন থেকে দর্পনগর গ্রামকে রক্ষা করার জন্য সাবেক সাংসদ হাফিজ মজুমদাকে এলাকাবাসীর পক্ষ থেকে বারবার অনুরোধ করার পর তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করে পানি সম্পদ মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীর বরাবরে ডিও লেটার দেওয়ার পরও কোন কার্যকর ব্যবস্থা আজ পর্যন্ত নেওয়া হয়নি। এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনা করে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিনকে নদী ভাঙ্গন রোধে জরুরী পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন এলাকাবাসী।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়